Friday, July 31, 2015
ভালোবাসার কবিতা
১
যদি না আস্তে হাসতে কিছুটা ভাসার
তাগিদ রয়ে যেত
২
এক দু গাছা গল্পে না-ফেরা কামিনা...
সুর ধরে বাড়ি ছাড়ে
৩
বোরিং চলে যাওয়া, এত বোরিং..... কলার
তো উঁচুই ছিল
৪
ধরো কোন এক শ্বেত পাথরের প্রাসাদে
এতটা শ্যামল, চাপা হাই,তবুও!
৫
আজ যে রকম, কাল একটু আলাদা, পরশু
তো পুরো ঢেউ....
চাঁপার আঙুল, আমার আঙুলও বসে নেই
৭
আমায় না দেখে, দেখো... আমায় না
ভেবে ভাবো... আমায় না ক’রে..
৮
বিলম্বে ডাকি... ডাক হরকরা হয়ে
যায়...
৯
সে নদি পেরোত সাবধানে, সে ডুবেছিল
একবারই
১০
একটু ভেজা... মেঘ ছিল... একটু
দেরি, মেজাজ ছিলনা... তবু লাগালাম, লাগলো... লাগলো ঠিকঠাক কোমল সা?
১১
বুটি বুটি... ৎ ... পড়ছে ........
বৃষ্টি ভাবলে বৃষ্টি...... না ভাবলেও বৃষ্টি তোমার নাম....
১২
রাস্তাটা জল নিয়ে এল শেষ পর্যন্ত,
তুমি স্মিত আঁজলা...
Subscribe to:
Post Comments (Atom)
ভালোবাসা মিইয়ে যাওয়া নদীর মতো, তবু জল ও ঘোর নিয়ে আসে । ভাষা ও পরিপাটি হারাই আমরা ।
ReplyDeleteThanx!
Delete