Friday, July 31, 2015
ডেডলাইন
১।
জোড়াতালির সুষুম্নায় এক পাখি
দোল নেই, দোদুল নেই
মেঘ মুছতে মুছতে
চলে যাচ্ছ হাওয়ামোরগের দিকে
ফিরেও আসছ যত অবধি নতজানু
পোষ মেনে থাকে
মুখের ওপর ওই রহস্যরং দেখে নিতে
আর কতবার বলো
শূন্য থেকে ভানুমতী খেল্
দেখানোর
ছল ও ছলাৎ নদী হবে!
২।
অসম্ভব পর্যন্ত যেতে পারি
তুমি তাকেও অতিক্রমের কথা বলো
তুলাদণ্ডের একদিকে
আত্মা সাজিয়ে
যথাযোগ্য ভর খুঁজে যাচ্ছি
রাত্রি নামার পর এত ভয় কেন, এত দ্বিধা কেন
পালকের এলোমেলো তারও কিছু উদ্বেগ
বিস্তৃত আহ্লাদে যাকে এই বঁড়শীতে
আলগা টানে ছুঁড়ে ফেলা যায়
সেরকম সিঁড়ির নিচেই ঘর এক, আলোহীন
খসখসে স্মৃতির ভেতর দিয়ে সন্ধ্যা সাজিয়ে
বসে আছে
স্টেশন অবধি যাতায়াত, ভুল ট্রেন, হুইসল,
চাকার আওয়াজ
তারপরই আসা বা যাওয়ার দিকে সরলরেখার
গোল গোল ঘুরে চলা
ছেড়ে যাচ্ছ ভেবে যার আশেপাশে জড়িয়ে পড়ছ
ক্রমাগত
Subscribe to:
Post Comments (Atom)
Dead Line...chere jaoar katha vabte vabtei to ashe pashe jorie porchi kramasho...aha...
ReplyDeleteূভগু্ুরকক
ReplyDeleteকবিতাগুলো সবই বিচ্ছিন্ন আত্মদ্যুতির অভিনব ব্যাগ্রতায় পর্যবসিত ।নিজেকে খোঁজার তাগিদ থেকেই এই স্বয়ংক্রিয়তা গড়ে উঠেছে । শব্দকল্প, গতিময়তার ভেতর আমাদের উত্থান ও বিবর্তন দেখতে পেলাম ।
ReplyDelete