• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, July 31, 2015

দুর্ভিক্ষ চিত্র ১৩ , সংগ্রাম


দুর্ভিক্ষ চিত্র ১৩

কোনো ব্যক্তি হয়ত খাবার মোড়া কাগজটি ফেলে দিয়েছে অথবা সামান্য খাবার কোনোভাবে লেগেছিল কাগজটিতে, কংকালসার পুরুষটি সেই কাগজটি থেকে চেটে চেটে সম্পুর্ণ খাবারটি সংগ্রহ করছে। বর্তমানে কেয়ার অফ ফুটপাথ প্রতীকী ব্যক্তিটি হয়ত ছিলেন গ্রামের কোনো কৃষক, মানব নির্মিত দুর্ভিক্ষের দৃশ্যত দলিল নির্মাণ করেছেন শিল্পী। প্রসঙ্গ জানাই শিল্পী জয়নুল আবেদিন এই চিত্রমালাগুলি কোনোদিন হাতছাড়া করেন নি, যাযাবরের মতন যেখানেই গেছেন সঙ্গে থেকেছে এই জীবন্ত দলিল।



সংগ্রাম (১৯৭৬)

শিল্পীকে হতে  হয় উদার, নতুন কিছু গ্রহণের ক্ষমতা, নিজ সমাজ সংস্কার দর্শন সম্পর্কে সঠিক ধারণা। শিল্পী কখনই গজদন্ত মিনারে বসবাসকারী কাল্পনিক ব্যক্তি নন। মাটির গন্ধ না রইলে তো তাঁর সৃষ্টি বৃথা। এই প্রসঙ্গে একটি ছবির কথা বলতেই হয়। কাঠের গুড়ি বোঝাই একটি গরুরগাড়ী কাদায় আটকে গেছে। জোয়াল লাগানো বলদ দুটি এবং চালক আপ্রাণ চেষ্টা করছে গাড়িটিকে এমতা অবস্থা থেকে উদ্ধার করতে।  মানুষ এবং পশু উভয়ের পায়ের অনেকাংশই কাদায় ডুবে কিন্তু কেউই পরাজয় স্বীকার না করে লড়াই চালিয়ে যাচ্ছে । ছবিটির উপযুক্ত শিরোনাম 'সংগ্রাম' ... মানবচেতনার জীবনবোধের দলিল। ছবিটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তীকালে জয়নুল এটিকে একাধিকবার পটে রূপ দেন। প্রসঙ্গত উল্লেখ্য কৃষ্ণনগরের মাটির পুতুল গড়া হয়েছিলো এই ছবিটির অনুলিপি দেখে, যা আমরা আমাদের ছোটবেলায় দেখেছিলাম। টেম্পারা ও তেলরঙ উভয় মাধ্যমেই ছবিটি আঁকা হয়েছিলো। জোরালো রেখাই ছিলো বলদদুটি এবং মানুষটির সংগ্রামের প্রতীকি টেনশন। টেম্পারায় কৃত ছবিটি ১৯৫৪ সালে আঁকা জয়নুল সংগ্রহশালায় এবং তেলরঙ কৃত ১৯৭৬ সালে আঁকা ছবিটি জাতীয় সংগ্রাহশালা(বাংলাদেশ),  সংরক্ষিত আছে ।



My Blogger Tricks

0 comments:

Post a Comment