সাঁওতাল দম্পতি (১৯৫১)
জলরঙে আঁকা এই ছবিতে দেখি একজোড়া মানব-মানবীকে। কোমর থেকে নিচের অংশ অনেকটাই বড়, সুগঠিত। সাধারণত মাটিতে বসা অবস্থায় দাঁড়ানো মানুষকে দেখলে যে অনুভূতি হয় অনেকটাই সেইরকম (low angle view)। এর সঙ্গে দিগন্তরেখা নেমে এসেছে পায়ের কাছে, ফলে মানবদুটি অপ্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হয়েছে। ছবির শিরোনাম 'সাঁওতাল দম্পতি'। দূরের জঙ্গল, পশুপালক নর-নারী, গবাদীপশু থেকে শুরু করে পুরুষটির হাতের ধাগা, মাথার টোকা অথবা মানবীর মাথায় গোঁজা পলাশ ফুলটিও শিল্পীর দৃষ্টি এড়ায় না, তবে তার রূপকল্প সংক্ষেপিত।
গালে হাত দিয়ে পিতা-পুত্র ফেরীঘাটে অধৈর্যের অপেক্ষা ... বিশদ বিবরণ এই ছবির স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক।
0 comments:
Post a Comment