Friday, July 31, 2015
ব্যাঙ্গালোর সিরিজ
১৪/০৭/১৫
মাংসের ধারালো টুকরো
ভাষা পার হতে হতে
ঘুম হচ্ছে
স্তনের রাবার ছাপ
ক্রমশ এক চাবি উৎসবের দিকে এই খিদেবোধ
চলে যায়
পাটিগণিতের থেকে দূরে
আর
লাল বোতামের কাছে কালো বোতামের লাল
ওই ধোঁয়ার ভেতর চোখ
কীভাবে
তোমার অ্যাজেণ্ডায়
আমি ফিট হয় না
আমার ক্রাইসিস ফিট হয় না...
১৫/০৭/১৫
জ্বর খুলে
একটা সকাল পড়ে যাচ্ছে
ফোকাসদূরত্বের কথায় ভাবি
জল খাওয়ার ভঙ্গি
যতটা জানলায় লেগে
দীর্ঘ গোলাপফল হোলো
তার নাম আসলে
স্মৃতি রাখা হয়
সমস্ত টেবিল
জুড়ে
আমাদের চিবোনো যুক্তিগুলোর
শীত
পড়ে থাকে...
১৬/০৭/১৫
গতবারের রোদ এবারেও
চেয়ার ভিজিয়ে দিচ্ছে
আর
আমরা হাত বাড়িয়ে ছুঁতে চাইছি ফেয়ারনেস ক্রিম
যতটা ঝুঁকে এসে
গাছ আমাকে তার কোটর দেখালো
লাল পোশাকের জন্য
সবকটা এয়ারপোর্ট একইরকম মনে হয়
লম্বা লম্বা ফালুদা-র রাস্তায়
সবকটা রঙ আমি চিনতে পারিনি
মাফ করবেন
এটা লিরিক ফ্রি জোন...
Subscribe to:
Post Comments (Atom)
অসামান্য ! "তোমার অ্যাজেণ্ডায় / আমি ফিট হয় না / আমার ক্রাইসিস ফিট হয় না"। দুর্দান্ত ! শেষ কবিতাটার শুরুর লাইন দুটো অদ্ভুত দুর্বল লাগল... শেষটা ততোটাই ভাল- "লম্বা লম্বা ফালুদা-র রাস্তায় / সবকটা রঙ আমি চিনতে পারিনি / মাফ করবেন / এটা লিরিক ফ্রি জোন"। ভীষণ ভাল। কিন্তু মাত্র ৩টে কেন?
ReplyDeleteতোমার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ওহো... এখানে ধন্যবাদ আসে না... :)
Deleteবরং দুটো কথা লিখি...
১) শেষ টুকরোর শুরুটা তোমার ভালো লাগেনি? পরে লিখব... ওটা হঠাৎ কীকরে পেলাম আর লিখতে শুরু করলাম... :)
২) মাত্র তিনটেই :( ... কারণ ওইটুকুই ছিলো ব্যাঙ্গালোর সফর... ১৪ গিয়ে ১৫ মিটিং ১৬ ফেরা... যে মিটিঙের অ্যাজেণ্ডায় আমি ফিট হয়না আমি ক্রাইসিস ফিট হয়না...