Friday, July 31, 2015
চেনা
আনন্দগুলোকে
চিনে চিনে
আলাদা
করে রাখি
একটা
আনন্দ থেকে ব্যবধান রেখে
আরেকটা
আনন্দ।
সব
আনন্দেরই নিজের জানলা আছে
রোদ্দুরের
আয়োজনের বিশ্রামের
অঝোর
বৃষ্টির মধ্যে বড় পাতার নীচে
মা
শালিক আর মেয়ে শালিক।
চারদিকের
আলো শ্যামা আলো
দুটো
ভিজে ফুলের পাপড়ির নিঃস্বতা
ভাবি
কত আনন্দ দেখেছি
কত
হাজারটা দিন পার হয়ে একটা দিন।
বাড়ি
বলছে সবকটা খুঁটিনাটি
ঘুম
আলোর গান প্রাণের গান
সুখের
গান
একটা
দিন নেই
দশ
হাজারটা চেনা।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment