Friday, July 31, 2015
৩টি পুনরাধুনিক কবিতা
পরাগ দিল না
।
আমার
খবর জবাব নেই। কুসুমের কাছে
বাগান
আমাকে এখানে। এই। নোটিশ দিয়েছে
।
বোঁটা
জানে। ডাল জানে। মালি নই আমি
বেতন
দিয়েছে। শুধু। পরাগ দিল না
।
হায়ের
বয়স কত। কেউ কি তা জানে
এতদিন।
ছায়া তো সে রোদেই ফেলেছে
।
ধুলোর
অনেক কাছে। রেণু। রাখা ছিল
আমার
এলার্জি। তার। ঠিকানা হদিশ পেল না
।
সুগন্ধ
এভাবে। বেশ। কেটেই চলেছে
অপর
সুগন্ধী। সেই। মনে পড়ে গেল
।
কিছু
নেই। খুব জানি। কিছুই তো নেই
মাসের
১ম। এই। বেতন সুরাহা দিয়েছে
।
হতে পারিনি
।
হতে
যে পারিনি। আমি। ভালো। বা খারাপ
এ
কোনো অসুখ নয়। এ হল ওষুধ
।
ওষুধের
রোগ নেই। আবেগ জুনুন তা জানে
ঘরের
চিরাগ বাতিও জানে। জোনাকি জানে না
।
গোলাপের
টব। রোজ। রোজ মরে যায়
আলাদা
বলার ঝোঁক চোট। খাটো কুয়াশায়
।
ডেটল
লাগাব। তার সেই। জায়গা তো নেই
চামড়া
পুড়িয়ে ফেলি। দাওয়াখানা খুঁজি
।
ভালো
নই। আমি। আমি। খারাপও তো নই
তোমার
বাজারে বাজার। আমি। দোকান দিয়েছি
।
কেন
তবু ভুল বোঝো। কেন। ভালো ভাবো
কেন
যে খারাপ ভাবো। পুরিয়া তো নই
।
বর্ষায় কই
।
যেখানে
মেঘেরা এসে খেলাধুলো চাটাচাটি করে
অনুপম।
তুমি কেন। সেখানে বসেছ
।
আজব
লাবণ্য ছিল। পলকের কই
১-এর
পুকুর থেকে অপরের জলে
।
হেঁটে
হেঁটে চলে গেল। নজরের আঁশ
কথায়
পাচার হল। কাহিনি হল না
।
কুয়াশা
পাইনি। ওই। মেঘেদের ছায়া
দুধে।
দ্যাখো। কেঁপে যায় ছানার আভাস
।
খুব
অশিক্ষিত। আমি। বিছানা পেয়েছি
এখুনি
উঠিয়ে নাও। দেরি কেন করো
।
আষাঢ়ে
পিছল নেই। পতাকাও নেই
ছিপের
ছায়াটি। যথা। জলে পড়ে আছে
।
সংগ্রহ করুন অনুপমের নতুন
কাব্যগ্রন্থটি। কলকাতার ধ্যানবিন্দু, দে বুক স্টোরে পাবেন। একটু বেশি
ডিসকাউন্টে পাবেন প্রকাশক 'কবিতীর্থ'-র
ঠিকানায় (৬৫, সীতারাম ঘোষ স্ট্রীট, কলকাতা
৯)। আমাজনে পাবেন। লিংক হল http://www.amazon.in/Prokolpo-O-Sfotik-Anupam-Mukhopadhyay/dp/8193100409/ ব্যক্তিগতভাবে
কিনতে হলে অনুপমের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করুন। প্রচ্ছদ প্রদোষ পাল। মূল্য ১০০
টাকা।
Subscribe to:
Post Comments (Atom)
Areh..keya baat..daruun daruun..Kheladhulo kete CHATACHATI...!! Najarer aNsh kathay pachar holo...kahini holo na..aha..kabita gulo porte porte anyo ekti khelay dhuke porlum to re...
ReplyDeleteখেলা হোক তবে :) ধন্যবাদ জেনো
Deleteআমার ভালো লেগেছে তিনটি কবিতাই। কোনও কোনও লাইন, জোড়া লাইন খুব ভালো। আর একটি বিশেষ উপলব্ধি : কাটাকুটি কম থাকায় কবিতাপাঠ সহজ/নির্বিঘ্ন হয়েছে। তা বলে শব্দে আঁচড় না পড়লেও অস্বস্তি হতে পরে যে তা -ও বলতে ইচ্ছা করল। কারণ, জানি তো যে, যে শব্দটি নির্বাচন করা হচ্ছে চূড়ান্তভাবে, তার আগের ভেবে-নেওয়া শব্দও/শব্দগুলোও পাঠককে/নিজেকেও জানিয়ে রাখতে বাসনা তীব্র হয়, হতে পারে যে।
ReplyDeleteধন্যবাদ। এরকম সাড়া পেলে আত্মবিশ্বাস বেড়ে যায়। পাঠকের অস্তিত্ত্ব যে আছে, আজকের দিনে এটা টের পাওয়া বিরাট ব্যাপার।
Deleteআমাদের সময়ের বাংলা ভাষার সেরা চিন্তক ও সৃজনশীল মানুষ অনুপম মুখোপাধ্যায় ।তাঁর কবিতা নিয়ে বলতে নার্ভাস হচ্ছি।
ReplyDeleteশব্দ অবিনশ্বর নয় ।তারও ক্ষয় বৃদ্ধি আছে।বিকল্প আছে।কবি যখন কবিতাটি লেখেন বহু সম্ভাবনার মধ্যে দিয়ে তিনি যান ।একটি সম্ভাবনা তিনি বেছে নেন ।আর বাকিগুলা ? মুছে যায় , হারিয়ে যায়।আপনি আমাদের সামনে সব সম্ভাবনাকেই রাখছেন ।আমরা একটি কবিতা থেকে পাচ্ছি অসংখ্য কবিতা। কবিতা তো ছন্দের জন্যই অন্যের থেকে আলাদা ।তাই কি বেছে নিয়েছেন পয়ার? তা কখনো বিঘ্নিত হচ্ছে না। কবিতা গুলিতে কেবল তাই অক্ষুণ্ণ, ভাবনা নয় ,ধ্বনি নয় ,শব্দ নয়। আমাদের কবিতাবোধ কত বদলে দিলেন আপনি! সাবাস ভুল যদি করে থাকি মার্জনা করবেন অনুপম মুখোপাধ্যায়।
একজন অগ্রজ কবি যদি এভাবে বলেন, কী বলব, শ্রদ্ধামিশ্রিত শিহরন জাগছে। আমার অভিবাদন জানবেন। আমাকে 'তুমি' সম্বোধন করতেই পারেন, সেটাতেই স্বস্তি পাবো বেশি।
Deleteআমার মনে হল কিছু লাবণ্য নিয়ে হেঁটেছ।এখানে।দারুন।ছুঁয়ে আছি।
ReplyDeleteধন্যবাদ :)
Deleteএক অভিমানের জ্বর অনুভব করলাম, মনুষ্য চেতনার বারান্দায় এনে দাঁড় করালেন অনুপম । নিজস্ব আয়নায় মুখ দেখেও অনন্তের কাছে এক মুক্তি প্রয়াসী ইচ্ছার প্রকাশ দেখতে পেলাম।। শশব্দগুলো ব্যবহার করে কেটে দেবার ভেতরও এক শূন্যতার খেলা বেজে উঠল । এক একটি সংবেদনশীল হৃদয়ের দরজা খুঁজে ফিরেছেন তিনি । আর এক একটি বিষাদপ্রতিমা গড়ে তোলার প্রচ্ছন্ন আবেগ তাঁকে তাড়িত করেছে । পদবিন্যাস, বাক্য নির্মাণ, অভিযোজিত অবলোকিতেশের সান্ধ্যক্রিয়ায় । যা আপাতত দুর্বোধ্য মনে হলেও ভাঙন আর হাহাকারের শূন্যতায় পরম নিরীহ অনুপমই যাতায়াত করেছেন আমাদের ভেতরের ঘরে ।
ReplyDeleteখুব শান্তি দিলো আপনার কমেন্ট।
Delete"osudher rog nei"...kolmer o jeno biram na thake ei asha rakhchhi....
ReplyDeleteধন্যবাদ
Deleteভাল মন্দের বাইরে যখন হাঁটি,মনে হয় ভেতরে কি ছিল,কতকিছুই তো ফেলে এলাম,কাটা দাগ,ক্ষতের চিহ্ণ...অনুপম এ সব ভুলতে দিছে না...
ReplyDeleteআনন্দ হল স্বপনদা
Delete