• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, July 31, 2015

বিশ্বরূপ দে সরকার
















দূরত্ব

শান্ত বিকেলের নাম উপনিষদ
বিশেষ করে বেদনা পরিচালিত
আচরণ ও মনোভঙ্গির নাম সাইকোপ্যাথ...

আমাদের আছে অভিযানের বাঁদিক
আর ডানদিকের অনুমোদন...

কম-বেশি হয়না এমন অনুভূতি ও মনখারাপ
সন্ধের একটু পরে বাড়ি ফেরে...

পার্টি অফিসের পাশেই কোল্ড স্টোরেজ, বিউটি পার্লার
ওর কাছেই রক্ষিত বাড়ির বড় মেয়ে...

বস্তুত পৌঁছে যাওয়া মানে একধরণের নিঃস্ব নালিশ
যা এই মফঃস্বল থেকে ২ কিলোমিটার দূরে...



শ্যুটিং

অথবা তুমি সেই মর্মের ঝিলিমিলি
যত্নে লাগানো আন্দোলন
নোংরা উদ্বেগের টুকরো... ক্ষয়ে যাওয়া আফশোস
স্মৃতির গন্ধের ভেতর...

বুকের অতি কাছে ফসফরাস
বুকের অতি কাছে ইনসিওরেন্স

রাস্তাঘাট ক্রমশ ফাঁকা
কেবল ফার্মেসির সামনে ক্রিয়াপদের অপেক্ষা
আঙুলেরা ভিড়ে যাচ্ছে অস্টিও প্ররোচনায়...

ফাঁকা মাঠে গুলির আওয়াজ, কালশিটে পড়া রাত্রি ২টা
চাঁদ ঢেলে দেবে ফর্সা শরীর
নদী পেরিয়ে আজ পাখির শব্দ শুনতে যাবো...

  

বর্ষাদেশীয় ভ্রমণ

এখানে, জুলাইয়ের এক সন্ধ্যার
স্টেশনের কাছে নিঃসঙ্গ ৪১
চাকরিবাকরিহীন, কর্মসূচিহীন...

কতরকমের সম্পর্কে জড়িয়ে যাওয়া শহর
বাচ্চা আসছে না বলে আমিষ না খাওয়া মাদুলির হাত
কেবল একটা নিঃশ্বাসের জন্য
হুডখোলা নদীর কাছে কাকুতিমিনতি মধ্যরাত

মাঠের ওপর দিয়ে ছুটে যাওয়া বৃষ্টির অনুশীলন
২৫ বছর আগে প্রথমবার মনে পড়ছে

এখনো ঠিক হলনা বুধবারের রাত্রি কী করব
চাঁদ চুঁইয়ে নামলে আমার নেশা হয়ে যাবে
অবসাদ বেড়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে
হাসপাতাল, হাসপাতাল বলে ভালোবাসবো কাকে
ঘরসংসার, কোলের কাছে ঘেঁষে থাকা পুপুল
আদর আদর তোমার কোনো ওষুধ নেই রজনী




My Blogger Tricks

4 comments:

  1. ভালো লাগলো বিশ্বরূপ...

    ReplyDelete
  2. আমাদের সংস্কার, বিশ্বাস এবং ঈশ্বর উপলব্ধির ভেতর কবিতার বোধ ছড়িয়ে পড়েছে, যা প্রবহমান চির চেনা, যা প্রবহমান প্রবৃত্তির যাপন সেসবই সহজ সাবলীল ভাবে প্রকাশ করতে পেরেছেন কবি । কবিতা হয়েছে দৃশ্যকল্পের অভিনব নির্দেশ ।

    ReplyDelete
  3. আমাদের সংস্কার, বিশ্বাস এবং ঈশ্বর উপলব্ধির ভেতর কবিতার বোধ ছড়িয়ে পড়েছে, যা প্রবহমান চির চেনা, যা প্রবহমান প্রবৃত্তির যাপন সেসবই সহজ সাবলীল ভাবে প্রকাশ করতে পেরেছেন কবি ।

    ReplyDelete
  4. শেষদুটো খুব ভালো লাগলো

    ReplyDelete