বিদ্রোহী (১৯৫১)
সামনের দুইপায়ের মধ্যে গুঁজে রাখা মাথাটি শরীরের সমস্ত শক্তি দিয়ে উপরে তোলার চেষ্টা করছে পশুটি, বাঁপাশের পা দুটি দৃশ্যমান এবং ডানপাশের পা দুটি ইশারায় বর্তমান। বাধা শুধু গলায় সংযুক্ত দড়িটি। প্রতিবাদী লেজটিও যেন দৃঢ়ভাবে ক্ষুদ্ধ। দৃশ্যত দুধথলিটি পশুটির লিঙ্গ নির্ধারণ করছে।। জলরঙের হালকা টানের উপর বলিষ্ঠ তুলির পুরুষ্ট সীমারেখায় আঁকা গাইগরুর এই ছবিটির শিরোনাম 'বিদ্রোহী'। রচনাকাল ১৯৫১, শিল্পী জয়নুল আবেদিন। ছবিটি পরবর্তীকালে প্রতীকে পরিণত হয়, যা ছিলো স্বাভাবিক।
জয়নুল আবেদিনের চোখে কাক 'ধান্দাবাজ' এর প্রতীক, শিল্পী নিজে কাক পছন্দ করতেন না। দুর্ভিক্ষের এই ছবিটিতে একটি শীর্ণ শিশুর দেখা মেলে, অনাহারে মৃত প্রায়, একটি কাক অসহায়তার সুযোগ নিয়ে নজর এড়িয়ে খাবার খুঁটে নিচ্ছে। ছবিটির প্রতীকী তাৎপর্য দর্শকের মনে দুর্ভিক্ষের আসল রূপ অনুভব করে নেয়।
0 comments:
Post a Comment