• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, July 31, 2015

অতনু সিংহ

তিনটি কবিতা

চর্যাপদ

মাতালিয়া আমার
সে হিসিকে বলে ছিয়া
হাগুকে পুয়া
আমি তার আঙুলে সরগম রেখে
বর্ণ চিনতে বসি
সাঁঝের বেলায়...

আর দেওয়ালে অরণ্য জাগে
দেয়ালায় দেয়ালায়
হরিণগল্পে
নামে রাত...
ওই তো খুলে গ্যালো জন্মের ভাঁজ
জানলামুখর ঘ্রাণে
বৃষ্টির রথ
হাতিদোলা, ঘোড়াদোলা
জরুল-আকাশ

একদিন ছিল
আরেক দিন তবে
বোস্টমী রঙে নতুন সকাল


ওড়াও, ভাসাও

ঠিক যেন তাকিয়ে আছে আমার ওড়ার দিকে
আমি কি উড়তে পারি
ডানা ভাঙা পিচবোর্ড-কবি
আমি কি পারি সীমানার পরিসীমা মুছে
কবীর ভজন হয়ে সাঁই নামে
রাধাকে ফতেমা ডেকে
ফতেমাকে রাধা নামে
উড়ানমন্ত্র লিখে দিতে!

ঠিক যেন তার চোখ
জন্মের সেতু হয়ে
কাপাশ তুলোর গায়ে,
সময় উড়েছে
ছায়া পথে, গানের অন্তরায়...
অথবা যেখানে আলোও পুড়ে যায়
আর
কৃষ্ণগহ্বর থেকে রব-নাম, রব্বানা
ত্রিকাল মন্ত্রে...
একটি পদ্মপাতায় একটি শিশিরের
পরিচিত উপমায়
মায়া হয়ে, পরম ডিঙিটি হয়ে
পারাপার গরিমায়,
ঠোঁট পেতে ওমে ওমে
উড়ানমন্ত্রে এক
কবিতার পাখিজন্মে
চেয়ে আছে তার চোখ
ঘোর তার, তার ঘর, আতপ-আহার

আমি কি উড়তে পারি গুরু হে
হে আমার একতারা, ভোরের তামাক
হে আমার পুড়ে যাওয়া চেতনার অক্ষত নাভিমূল
হে আমার মাটি, আমার আকাশ
আমারই বাংলাদেশ



ফেয়ারওয়েল


ঘুম ডাকছে ঘুমে রাক্ষসী নামুক বাগানে বাবল ভাসার কথা ছিল জল যে দিকে গড়াবে, আমি তার উত্তরে মাথা এলিয়ে... দিওয়ানা রঙের আড়ালে তার লাল নখে, গেঁথে দেবো প্রজাপতি, চেরিফল... আতর ঘনাবে! আর রিডগুলো গুঁড়ো গুঁড়ো, যেভাবে সময় ধুলো হয়গুঁড়ো হয় পিয়ানোয় পর্দা নামে নিশা জাগে অ্যালবামে রাক্ষসী আয়না হয় আর জাগতে রহো বলতে বলতে কারা যেন ঢুকে যায় গল্পের ন্যারো সেই গলিতে প্রিজম ভঙ্গিতে ল্যামিনেট-আড়ালে তারপর ভোঁ-ভাঁ ভোঁওওও সাইরেন বেজে বেজে হঠাৎ বেবাক! কোথাও যাওয়ার কোনো কথা ছিল না কখনো বাবল্বাগানের সিন তুলে রেখে, শুধু একটা পাশবালিশ, আর এই এক চামচ সাদা সময় হ্যাঁ অবশ্যই সেই লাল অবশেসন ভায়োলেট ঘুমের বাগান ঘুম ডাকছে ঘুমে রাক্ষসী নামুক তার এলোচুলে আঁশটে বেদনা রেখে ভাসাবো কনসাস, ওড়াবো অলীক চান্টপারদে-প্রলাপে এখন ট্রানজিস্টার খুঁড়ে পাওয়া প্রত্ন-বন্দর ধোঁয়া উড়িয়ে ছেড়ে যাচ্ছি আহা উরু, বেদানার বেদনা-লাল, নাভির আইসকিউব, গ্রীবার ভায়োলিন, শ্বাসমালা আর, আর, আর, তাহার শরীরী-ঘ্রাণ, ঘ্রাণে তাঁত, তাঁত-ঋতু... ঋতু কি তাহার নাম? নাম কি রাক্ষসী তাহার? টুপি উড়িয়ে দিচ্ছি, গ্রামার খসিয়ে দিলাম বাবল্‌ ভাসছে আতর, কুহক... আলো নেভার আগেই বেরিয়ে পড়া ভালোঅতএব হুইসেল অতএব ময়ূর সঙ্কেত অতএব আর কিছু নয় বিদায় বিদায়


My Blogger Tricks

0 comments:

Post a Comment