Friday, July 31, 2015
ভ্রূণ তর্পণ
কিছু একটা ঘটবেই
আবছায়ার ভেতর হাততালি
দিচ্ছে হাওয়া ।
...এবং আশাপ্রবনতা ।
জ্বরের নামতা গুনতে গুনতে প্রস্তাবনার
রাফখাতা - অন্ধকারে
দীর্ঘ ছায়া উড়িয়ে দিল কেউ
তাকে দেখতে পাচ্ছ ?
হিমবীজ ছড়িয়ে যাচ্ছে
কৃষক
শব্দ ক্ষেত
। ঠোঁটে হাসি বোবা স্বপ্নে
ফসলের ঋতু
পরিচর্চা
আর্দ্রতার
দ্রবণে শুকিয়ে যাচ্ছে খরা
আঁজলায় জলছবি
ভ্রূণতর্পণ
নিউটন অথবা
আপেলের জন্ম বৃত্তান্ত
বল ছুঁড়ে দিচ্ছি উপরে
আর কাপড়ে মুখ ঢেকে
মাংসের গল্প করছে
একদল লোক ।
একটা হাসি ঝরে
প ড় ছে কোথাও
চিৎকারের ভেতর অঝোর বৃষ্টি
শুকোতে দিয়ে গেছে লম্বাদুপুর।
অকথ্য লোভের
মাধ্যাকর্ষণ
নীচে
নেমে আসছে পথ ।
এই নষ্ট অবসান
ধুলোর কার্নিশে বসে
একবিন্দু শিকড়ের দিকে
কয়েক পলক
বৃষ্টি আকুল এই সম্ভাবনা
বেঁচে আছে
আনন্দচঞ্চল
নিরুত্তাপ দিশার অভাব
ঘুমিয়ে পড়ার আগে অন্তত একবার
লম্বা দুপুর লিখি
সাদাপাতা জ্যোতিষ্কস্বপ্নের লিপি
রুদ্ধ ডানার গায়ে মুক্ত
আকাশ
উড়ে যাক ......
এই নষ্ট হৃদিক্ষত ।
Subscribe to:
Post Comments (Atom)
এক বিষন্নতার ঘোর লেপ্টে আছে অভিব্যক্তির চড়াই উৎরাই এ ।
ReplyDelete