Friday, July 31, 2015
আবেশ কুমার দাস
হাওয়াকল প্রকাশনী
প্রচ্ছদ- অরণ্য
বন্দ্যোপাধ্যায় ও বিতান চক্রবর্তী
মূল্য ১০০ টাকা
আমাদের দপ্তরে এসে পৌঁছেছে
আবেশ কুমার দাসের গল্পগ্রন্থ ‘মর্ফিয়ূস’। এই সময়ের গল্পের একটি রূপ পাঠকের সামনে তুলে ধরেছে এই
বই, আমরাও সেই সুযোগ পেলাম। এটি এই গল্পকারের তৃতীয় গ্রন্থ।
১২টি গল্প রয়েছে।
প্রতিটি গল্পের স্বাদ আলাদা। তবে প্রতিটি গল্পেই লেখকের আন্তরিকতা একই রঙে ও রেখায়
ফুটেছে। আবেশ একজন সমাজমুখী আখ্যানকার। অসময়ের প্রতি তাঁর নজর সময়কে যথাযথভাবে
চিহ্নিত করে। বোঝা যায়, জীবনের প্রতি তাঁর দরদ তাঁর নজরকে মোহগ্রস্ত করেনি। এই
পরিসরের জীবন, বিভিন্ন বয়সের ও বিবিধ সামাজিক স্তর থেকে উঠে আসা জীবন মূর্ত হয়েছে
এই ১২টি গল্পে। এই বইটি আমাদের এই সময়ের বেঁচে থাকার একটি দলিল, আবেশলিখিত। নষ্ট
সময়ের নস্টালজিয়া।
আবেশ গল্পই লিখেছেন।
গল্প লিখতেই চেয়েছেন। যারা গল্প লিখতে না পেরে গল্প না লেখার ভান করেন, এই লেখক
তাঁদের দলে নন। গল্পের ভাঁড়ারে যে তাঁর সহসা টান পড়ার নয়, এই বিশ্বাস বইটি পড়তে
পড়তে জন্মায়। গল্পই তাঁর শক্তি, গল্পই তাঁর দুর্বলতা। গল্প দিয়েই তাঁকে পড়ুন,
পাঠক।
কিছুক্ষেত্রে একটু
সংক্ষেপিত হতে পারত তাঁর বয়ান। আরেকটু মিতবাক কি তিনি হতে পারতেন? হয়তো পারতেন।
আরেকটু তীব্র হতে পারতেন কিছু ক্ষেত্রে, আরেকটু প্যাশনেট ও বিপজ্জনক।
তবে তাঁর হাতে আছে এক খুবই
সাবলীল গদ্যভাষা। সেখানে নিজস্ব মুদ্রাদোষের জায়গা তিনি তৈরি করেননি। সেই
মুদ্রাদোষের কথাই বলা হচ্ছে, যেগুলো গল্পের মধ্যে লেখকের সইসাবুদের মতো কাজ করে,
লেখককে আমরা তখন আর নাম দিয়ে চিনতে চাইনা। বলাই যায়, আবেশের গদ্যভাষায় নিজস্বতা
নেই, কিন্তু তার ফলেই এক আশ্চর্য সাধারণ গুণ তিনি ছড়িয়ে দিয়েছেন প্রতিটি বাক্যে। রসিক
পাঠক তাঁর গদ্যকে নিজের করে নিতে সমস্যায় পড়বেন না।
প্রচ্ছদ অসাধারণ। পপ স্টাইলের
এমন প্রচ্ছদ এই বইটির সঙ্গে সুন্দর মানিয়েছে। বইটির সামগ্রিক আবহাওয়া প্রচ্ছদটিতে
ধরা পড়েছে।
আলোচনা – অনুপম মুখোপাধ্যায়
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment