Friday, July 31, 2015
বৃষ্টির জন্ম
এক ফোঁটা, দুফোঁটা জল নামছে……
দুটো হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে
বৃষ্টির জন্ম হল
আকাশ থেকে ঝরে পড়ল?
গাল বেয়ে যদি নামে!
বৃষ্টি হয় না?
কল খুলে রেখে যায় যদি কেউ
টিপটিপ ছেয়ে থাকে রাতের
বাথরুমে
বৃষ্টির ঘুম নেমে আসে
কলকল শব্দে বলে যায় কত জন
কত কিছুই শোনা হয় না
কানে গেঁথে থাকে বৃষ্টির গান
আঙুলে আঙুল জড়িয়ে গেল
বরফ জমছে নাকি?
আকাশ ডুব দেয় এক গলা জলে
রাতের অন্ধকারে জোনাকির মিটমিট
বৃষ্টির মত লাগে না কী!
চোখ বৃষ্টির ভুল ধরে এসময়ে
বৃষ্টির পতঙ্গ থেকে একঝাঁক
শব্দখোর
জন্মায়, জন্মাতেই থাকে দিনরাত
ভাষা কেড়ে নিয়ে যায়
বৃষ্টির শিশ্ন থাকে, যোনিও
নিজেই রমণ করে নিজের সাথে
আগুনপাখি উড়ে যেতে দেখি
আগুন প্রসব করে বৃষ্টির দোসর
এক
তাকেও বৃষ্টি বলে ডাকি
বৃষ্টির জন্ম লিখে রাখি
এবারের বৃষ্টি
দাঁড়ি থেকে উঠে আসতে
অনেক দেরী হল এবার-
এবার বাড়ি যাচ্ছি বর্ষায়
বৃষ্টিতে জমাবো গাছ, পাথর আর ঢেউয়ের মত প্রজাপতি
বৃষ্টি দিয়ে ময়দা মাখবো
ফুলকো লুচিতে ঝরে পড়বে টুপ
ধোঁয়া আর বৃষ্টি, বৃষ্টি আর ধোঁয়া
বারান্দায় পা ফেললেই ছলাৎ
এবার বৃষ্টিতে ছাদ ফুটো হবে
মাঝরাতে মেঘ সরানো চুলে
বিলি কেটে দেবে ভেজা চাঁদ
এবারের বৃষ্টি দাঁড়ি টানবে না
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগলো
ReplyDeleteবেশ লাগলো আপনার উপলব্ধির বারান্দায় উঁকি দিতে ।
ReplyDelete