Friday, July 31, 2015
চাবি
হাজরা
মোড়ের সমস্ত আলো
এসে
পড়েছে অবন্তিকার ওপরে
অবন্তিকার
শরীরে এইসব হাফ-যৌন আলোছায়া খেলা
তৈরি
করেছে এক অদ্ভুত ম্যাজিক উপত্যকা
যার
মধ্যে ডুবে যাচ্ছে
চারপাশের
সব লোক, বাস, অটো, ট্রামলাইন
ডুবে
যেতে যেতে হাজরা মোড় হয়ে উঠছে
ঠিকানাবিহীন
এক রহস্য-জাহাজ
অবন্তিকার
চুল উড়ছে হাওয়ায়
নিরানব্বই
সালের চুল এসে পড়ছে
আমার
চোখ, মুখ, নাকে
অবন্তিকার
ম্যাজিকে ডুবে গিয়ে যারা উঠে আসতে পারছেনা
তাদের
সবাইকে ভাই-বন্ধু-কমরেড মনে হচ্ছে আমার
এইভাবেই
দুঃখও একদিন সাম্যবাদ হয়ে যায়
মনে
হচ্ছে, আজ হাজরা মোড়ের এই আলোছায়া ম্যাজিক
এই
রহস্য-জাহাজের ডেক-
সবই
আমার খুব চেনা, যেন বুকপকেটে
হাত
রাখলেই আমি পেয়ে যাব চাবি
যা
দিয়ে আজ অন্তত
আমি
অবন্তিকাকে খুলতে শিখে যাব।
Subscribe to:
Post Comments (Atom)
আমরাও এক প্রেমের চাবি খুঁজে ফিরি, দুঃখের সাম্যবাদী স্বপ্নে আমাদের চেতনা ফিরে আসে ।
ReplyDeleteঅসম্ভব ভালো একটি কবিতা। আমাদের সময়ের কবিতার ভাষাকে অন্য পথ দেখিয়েছে,এই কবিতা।এটি একটি মহৎ কবিতা। বাকে পড়া,আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। তাই 'আমি অবন্তিকাকে খুলতে শিখে যাব।' কোথাও চালাকি নেই,আঁতলামো নেই...মেকিপণা...জড়তা...যান্ত্রিকতা নেই...অথচ এইরকম নতুন ধরণের লেখা যে লেখা যায়...সেটা সৌভিকদা দেখিয়েছে।আমি তো অলেখক...তবে পাঠক তো। অনুপমদাকে বাকের জন্যে ধন্যবাদ জানিয়ে,আরো ভালো কবিতার পড়ার অপেক্ষায় থাকলাম।পরিশেষে আমি জানাই,সৌভিকদা 'শূণ্যদশক'-এর অন্যতম শ্রেষ্ঠ কবি ( যদি এটা আমার অভিমত)।তাই ওর সব লেখা...সব বই আমি 'বইপোকা'র মতো পড়ি।আর আজো অন্যান্য বারের মতো ওর লেখা এই কবিতাটা মুগ্ধের বিস্ময় নিয়ে পড়ে,আমার বোধ জানালো,আমার ধারণা একদম সঠিক।
ReplyDeleteরঙ্গীত মিত্র